বসত বাড়ির ঝগড়া কেজে | Bosot Barir Jhogra Keje | Lalon Song

বসত বাড়ির ঝগড়া কেজে
Bosot Barir Jhogra Keje
– ফকির লালন সাঁই
বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয় ধূমা
সব দেখি তা না না না।।
ঘরের চোরে ঘর মারে যার
বসতের সুখ হয় কিসে তার।
ভূতের কীর্তি যেমন প্রকার
তেমনি তার বসতখানা।।
দেখে শুনে আত্মকলহ
বাড়ির কর্তাব্যক্তি হত হলো।
সাক্ষাতে ধন চোরে গেল
এ লজ্জা তো যাবে না।।
সর্বজয় হাকিমের তরে
আর্জি করি বারে বারে।
লালন বলে আমার পানে
একবার ফিরে চাইলে না।।
বসত বাড়ির ঝগড়া কেজে | Bosot Barir Jhogra Keje | Lalon Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *