বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই | Bolo Na Amay Tumi Hobe Amar Chirodini | ছায়াছবি: স্নেহের প্রতিদান

বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
Bolo Na Amay Tumi Hobe Amar Chirodini
ছায়াছবি: স্নেহের প্রতিদান (২০০৩)
কথা: গৌতম সুস্মিত
সুর: অশোক ভদ্র
কণ্ঠ: বাবুল সুপ্রিয় ও অনুপমা দেশপাণ্ডে
[বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই]-২
হুঁ হুঁ হুঁ বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
[বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই]-৪
[এই কথা মনে রেখো]-২
ভুলোনা কোনোদিনই
[বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই]-২
মনের কথা মুখে আজ কেন আসেনা
বলি বলি করেও কেন বলা হলো না
হুঁ আমি জানি কী কথা মনে আছে লুকানো
সারাদিন গুনগুন করে দিন কাটানো
কেন তবু তুমি বলো বুঝেও বুঝো না
হুঁ বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
ও বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই।
তোমার কথা মনে শুধু কেন আসে যায়?
তোমায় পেয়েও কাছে কেন মন যে হারায়?
আমিও একাকী ভেবে যাই সারাদিন
কী করে মেটাবো তোমার প্রেমের ঋণ
কাছে থেকো পাশে থেকো এই দিনটা ভুলো না
হো বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
[এই কথা মনে রেখো]-২
ভুলোনা কোনোদিনই
বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই
হুঁ বলো না আমায় তুমি হবে আমার চিরদিনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *