বন্ধ হোক সব দেশেরই সংখ্যালঘু নির্যাতন
Bondho Hok Sob Desheri Songkhaloghu Nirjaton
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
বন্ধ হোক
[বন্ধ হোক বন্ধ হোক সব দেশেরই সংখ্যালঘু নির্যাতন,
বন্ধ হোক দেশে দেশে সব হত্যা,খুন আর নারী ধর্ষণ]-২
[বন্ধ হোক মানবতার এই বিপন্নতা বন্ধ হোক]-২
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক।
[রাজনীতি আর ধর্মনীতির নোংরা খেলায় আজ,
কলঙ্কিত হতে চলছে সভ্য এই সমাজ]-২
মানুষরূপী হিংস্র এই সব দানবের চোখ অন্ধ হোক।
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক
সব দেশেরই সংখ্যালঘু নির্যাতণ
বন্ধ হোক দেশে দেশে সব হত্যা,খুন আর নারী ধর্ষণ
বন্ধ হোক মানবতার এই বিপন্নতা বন্ধ হোক
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক।
[এই পৃথিবীটা কারো একার নয় তোমার আমার,
সব মানুষের বেঁচে থাকার আছে অধিকার]-২
তুমিও মানুষ আমিও মানুষ এই পৃথিবীর লোক
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক
সব দেশেরই সংখ্যালঘু নির্যাতন
বন্ধ হোক দেশে দেশে সব হত্যা,খুন আর নারী ধর্ষণ
বন্ধ হোক মানবতার এই বিপন্নতা বন্ধ হোক
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক।
কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয়
আমরা মানুষ এই আমাদের প্রথম পরিচয়
কে বৌদ্ধ কে খ্রীস্টান এটা বড় কথা নয়
আমরা মানুষ এই আমাদের প্রথম পরিচয়
মানুষে মানুষে ভ্রাতৃত্বের সুর তালে এক ছন্দ হোক।
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক
সব দেশেরই সংখ্যালঘু নির্যাতন
বন্ধ হোক দেশে দেশে সব হত্যা,খুন আর নারী ধর্ষণ
বন্ধ হোক মানবতার এই বিপন্নতা বন্ধ হোক
বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক।