বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না – Bandhadwarer Andhakare Thakbo Na

 বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না 
Bandhadwarer Andhakare Thakbo Na
आपके कमरे में कोई रहता है
Aapke Kamre Mein Koi Rehta Hai
ছায়াছবি: রাজকুমারী (১৯৬৭)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
 সুরকার: রাহুল দেব বর্মন
সঙ্গীত পরিচালক: আর ডি বর্মন
কন্ঠস্বর: কিশোর কুমার,আশা ভোঁসলে
(কত নারী আছে এ গোকূলে
অভাগিনী আমার কলঙ্ক হইলো কুলে
কেবা নাহি দেখে শ্যামচাঁদে
কোন ক্ষণে হাম না রে পড়ে গেল ফাঁদে
তার সনে কে না কথা কয় !
আমার বিষের জ্বালা সোহাগ নয়!
মুড়ে দেয় কালা পরিবার
ত্যাজিনু ত্যাজিনু সই
জীবনের সাধ,কয়জন পারে?)
বুঝেনা যারা ওগো প্রেমেরই কি যে মানে
রাধাকে তারাই শুধু অপবাদ দিতে জানে
জানতে চায় গো যারা
কি করে ভালোবাসে
কলঙ্ক দেখে তারা
দেখেনা চাঁদ যে হাসে।
ও বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না,
তা রা রা রা রা
মনকে তো আর বন্দী করে রাখবো না
তা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না।
[আকাশ ওই কাঁপুক ঝড়ে 
তবু ভয়ে করব নাতো
এগিয়ে যাব দু’জন
পিছিয়ে পড়বনা তো(ও)]-২
[বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা
মনকে তো আর বন্দী করে রাখবো না
তা রা রা রা রা]-২
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না।
[দূরে ওই অনেক দূরে
চলো যাই তুমি আমি
অজানা উধাও পথে
বলো গো আর কি থামে ?]-২
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা
মনকে তো আর বন্দী করে রাখবো না
তা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না।
[ওঠে তারা ফোটে যে ফুল
গায়ে ওই ভ্রমর,পাখি
আসে যে মধু ঋতু
বঁধু গো জানো নাকি]-২
ও বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা
মনকে তো আর বন্দী করে রাখবো না
তা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *