বন্ধু মোর পরানের ধন আমি তোর দাসী | Bondhu Mor Poraner Dhon Ami Tor Dasi | Keylyrics

বন্ধু মোর পরানের ধন আমি তোর দাসী
Bondhu Mor Poraner Dhon Ami Tor Dasi
পীর ফকির আরকুম শাহ
বন্ধু মোর পরানের ধন আমি তোর দাসী
হায় রে,তুই বন্ধুর পিরিতের লাগি আমার মন হইয়াছে উদাসী রে।।
ফুলের বিছানা ফুলের বাসর সাজাইয়া
হায় রে,দুই নয়নের বহে জল তুই বন্ধের লাগিয়া রে।।
যৌবন জোয়ারের জল উথলিয়া পড়ে
হায় রে,মিটাতে মনের সাধ যদি পাইতাম তোমারে।।
পন্থ যদি কেহ মোরে দিত বাতাইয়া
যাইরে হইতাম ঘরের বার আমি জাতি কুল ছাড়িয়া রে।।
প্রেমের মহাজন তুমি আমি তো ভিখারি
হায় রে,অধম জানি দেও দেখা দুই চরণে ধরি রে।।
তোমার সনেতে মোর দেখা হইত যদি
হায় রে,বুঝতাম আকাশের চন্দ্র আমার থে দিল বিধি রে।।
শুনিয়াছি কর্ণে বন্ধু যার লাগি সে ঝুরে
হায় রে,বলিয়াছি নিরঞ্জনে পাইব তাহারে রে।।
পাগল আরকুম বলেন বৃথার জীবন
হায় রে,না ডাকিলাম বন্ধু বলি আমি না পাইলাম রতন রে।।
বন্ধু মোর পরানের ধন আমি তোর দাসী | Bondhu Mor Poraner Dhon Ami Tor Dasi | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *