বন্ধু তোর লাইগা রে | Bondhu Tor Laiga Re | Lokogeeti

বন্ধু তোর লাইগা রে
Bondhu Tor Laiga Re
Lokogeeti
 

Bondhu Tor Laiga Re

বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে ।।
অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে……।
বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে……
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে
হায়রে বন্ধু তোর লাইগা রে……
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে……

বন্ধু তোর লাইগ্যা

বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর।
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগ্যা রে।

বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগ্যা রে।

অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর,
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইব খবর হায়রে,
বন্ধু তোর লাইগ্যা রে।

বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে,
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে।

নদীরও কিনার বানাইয়া –
নদী পার হইতে গেলাম
নদীর কিনারে,
আমারে দেখিয়ারে নৌকা
সরে দূরে দূরে হায় রে,
বন্ধু তোর লাইগা রে।

সৈয়দ শাহনূরের কান্দন
নদীর কূল বইয়া,
পার হইমু, পার হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায় রে।

পার হইমু পার হইমু কইরা
দিন তো যায় চলিয়া বন্ধু।

বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম,
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগ্যা রে।

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *