বন্ধু তোর লাইগা রে Lyrics
বন্ধু তোর লাইগ্যা
বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর।
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগ্যা রে।
বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগ্যা রে।
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর,
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইব খবর হায়রে,
বন্ধু তোর লাইগ্যা রে।
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে,
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে।
নদীরও কিনার বানাইয়া –
নদী পার হইতে গেলাম
নদীর কিনারে,
আমারে দেখিয়ারে নৌকা
সরে দূরে দূরে হায় রে,
বন্ধু তোর লাইগা রে।
সৈয়দ শাহনূরের কান্দন
নদীর কূল বইয়া,
পার হইমু, পার হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায় রে।
পার হইমু পার হইমু কইরা
দিন তো যায় চলিয়া বন্ধু।
বন্ধু তোর লাইগ্যা রে,
আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম,
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগ্যা রে।
Bondhu Tor Laiga Re Lyrics
Bondhu tor laigya re,
Amar tonu jorjor.
Mone loy chariyare jaitam
Thuiya bari ghor,
Bondhu tor laigya re.
Bondhu tor laigya re,
Amar tonu jorjor
Mone loy chariyare jaitam
Thuiya bari ghor,
Bondhu tor laigya re.
Oronno jongolar majhe
Amar ekkhan ghor,
Bhaio nai bandhobo nai mor
Ke loibo khobor hayre,
Bondhu tor laigya re.
Bot brikkher tole ailam
Chaya paibar ashe,
Dal bhangiya roudro othe
Amar kormodoshe.
Nodiro kinar banaiya –
Nodi par hoite gelam
Nodir kinare,
Amare dekhiyare nouka
Shore dure dure hay re,
Bondhu tor laiga re.
Syed Shahnurer kandon
Nodir kul boiya,
Par hoimu, par hoimu koira
Dinto jay choliya hay re.
Par hoimu par hoimu koira
Din to jay choliya bondhu.
Bondhu tor laigya re,
Amar tonu jorjor
Mone loy chariyare jaitam,
Thuiya bari ghor
Bondhu tor laigya re.
গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)
গানের নাম (Song Title): বন্ধু তোর লাইগ্যা রে (Bondhu Tor Laiga Re)
গীতিকার / পদকর্তা (Lyricist): সৈয়দ শাহনূর (Syed Shahnur)
জনপ্রিয় শিল্পী (Popular Singers): রুনা লায়লা, মমতাজ, বাউল শফি মন্ডল সহ অনেকে।
ধরণ (Genre): সিলেটী ধামাইল / লোকগীতি (Sylheti Dhamail / Folk Song)
বিষয়বস্তু (Theme): আধ্যাত্মিক বিচ্ছেদ ও পরমাত্মার জন্য হাহাকার (Spiritual longing and separation)
বন্ধু তোর লাইগ্যা রে লিরিক্স (Bondhu Tor Laiga Re Lyrics) – সৈয়দ শাহনূর | রুনা লায়লা
“বন্ধু তোর লাইগ্যা রে” বাংলার লোকসঙ্গীতের ভাণ্ডারে এক অমূল্য রত্ন। গানটি মূলত সিলেটের প্রখ্যাত মরমী সাধক কবি সৈয়দ শাহনূর (Syed Shahnur)-এর রচিত। যদিও গানটি রুনা লায়লার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে, তবুও এর মূল আবেদন এর আধ্যাত্মিক কথায়।
গানে ‘বন্ধু’ বলতে মরমী কবি মহান সৃষ্টিকর্তা বা পরমাত্মাকে বুঝিয়েছেন। বন্ধুর প্রেমে বা বিচ্ছেদে ভক্তের শরীর ও মন যে ‘জর্জর’ বা ক্ষতবিক্ষত, তা এই গানে প্রকাশ পেয়েছে। জাগতিক মোহ-মায়া বা ‘বাড়ি ঘর’ ছেড়ে অজানায় পাড়ি দেওয়ার আকুতি এখানে স্পষ্ট। গানে “অরণ্য জঙ্গলার মাঝে” এবং “নদী পার হইবার” উপমা দিয়ে জীবনের কঠিন পথচলা এবং শেষ পারানির কড়ির অপেক্ষার কথা বলা হয়েছে।
সিলেটী ধামাইল সুরে রচিত এই গানটি গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ফেরে। যারা আধ্যাত্মিক ভাবধারা বা ফোক গান পছন্দ করেন, তাদের কাছে এই গানের কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)
প্রশ্ন: “বন্ধু তোর লাইগ্যা রে” গানটির রচয়িতা কে? উত্তর: এই কালজয়ী লোকগীতিটির রচয়িতা হলেন সিলেটের মরমী সাধক কবি সৈয়দ শাহনূর (Syed Shahnur)। গানেই তাঁর নামের উল্লেখ আছে (“সৈয়দ শাহনূরের কান্দন”)।
প্রশ্ন: এই গানটি কোন শিল্পী গেয়েছেন? উত্তর: গানটি রুনা লায়লার কণ্ঠে সর্বাধিক জনপ্রিয়। এ ছাড়াও মমতাজ বেগম, শফি মন্ডল এবং কোক স্টুডিও সহ অনেক শিল্পী গানটি গেয়েছেন।
প্রশ্ন: “বন্ধু তোর লাইগ্যা রে আমার তনু জরজর” – এখানে ‘তনু’ শব্দের অর্থ কী? উত্তর: ‘তনু’ শব্দের অর্থ হলো শরীর বা দেহ। বন্ধুর বিরহে বা চিন্তায় শরীর জ্বরাক্রান্ত বা দুর্বল হয়ে পড়া বোঝাতে ‘জর্জর’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন: Bondhu Tor Laiga Re Lyrics বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।
