বন্ধু তুই লোকাল বাস | Bondhu Tui Local Bus | Local Bus KeyLyrics

বন্ধু তুই লোকাল বাস
Bondhu Tui Local Bus
গীতিকার-লুৎফর হাসান ও গোলাম রাব্বানী
শাফায়েত হোসেন (র‍্যাপ অংশ)
সুর-প্রীতম হাসান, লুৎফর হাসান
শিল্পী-প্রীতম হাসান, মমতাজ, শাফায়েত হোসেন

নিজের ভালো বুঝিসরে তুই,
পথে পথে ঘুরিস রে তুই,
আমানতের খেয়ানত কইরা
করস রে সর্বনাশ,
আমি কান্দি তোর দুঃখে,
তুই ঘুরিস মনের সুখে।
কার দিকে নজর দিয়া
আমারে হাইকোর্ট দেখাস।
দিয়ে কাঠের চশমা চোখে,
দেখি সরিষা এখন চোখে ।
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা
হইছে ফাঁপরবাজ।
বন্ধু তুই লোকাল বাস রে,
বন্ধু তুই লোকাল বাস,
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস।।।

(ক তুই কই যাবি ?
গাড়ি তোর,আমার চাবি
মিটাইয়া মনের দাবি
পরে কইস হাবি-জাবি।
যেমনে চাস অমনে পাবি
কইবি আমি কারিগর
খাওয়ার দাওয়ার শেষ
বাড়ি ঘর খালি কর।
তোর কথা জানি তো
সবাই তো স্বার্থপর
মনেতে রঙ লাগাইয়া
হইয়া ঘুরস যাযাবর।
স্বার্থের পট্টি বাইন্ধা
কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বুঝে এখন
টাকা পয়সার লোভও।
পাঙ্খা ভাবে থাকি
আগুনের গোলা পোলা
আশায় থাক কবে খাবি
মনে মনে মণ কলা।
চোরের মার বড় গলা
লইয়া লবি যারে তারে
সেনাপতি তেলের ভারে
নরম পাইয়া ব্রেক মারে।
মুনাফিক যারা,
পরে না মাটিতে পারা,
রক্ত চুইসা খাইয়া
উপরে উঠসে যারা
ওগো দুনিয়ায় ভোগে আছে
দুনিয়ার শাস্তি।
ওস্তাদ বুইঝা শুইনা
ডানে-বামে প্লাস্টিক)

ও তুই মনের কথা বুঝলিনা
আমারেও গুনলি না।
জনে জনে একী প্রেম তুই
কতবার বিলাস ;
কতবার বিলাস রে বন্ধু
কতবার বিলাস ;
ও তুই বুঝলি যখন ফায়দা রে,
ডাকলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই
অন্য দিকে চাস।
দিলি জ্বালা বাড়াইয়া বুকে
দেখিনা চেহারা সুখে
সে তো অলি গলি
ধরা খাইয়া হইছে ধান্দাবাজ।
বন্ধু তুই লোকাল বাস রে,
বন্ধু তুই লোকাল বাস,
আদর কইরা ঘরে তুলস,
ঘাড় ধইরা নামাস।।
তুই লোকাল বাস রে,
বন্ধু তুই লোকাল বাস,
আদর কইরা ঘরে তুলস,
ঘাড় ধইরা নামাস।
বন্ধু তুই লোকাল বাস রে,
বন্ধু তুই লোকাল বাস,
আদর কইরা ঘরে তুলস,
ঘাড় ধইরা নামাস।
তুই লোকাল বাস রে,
বন্ধু তুই লোকাল বাস,
আদর কইরা ঘরে তুলস,
ঘাড় ধইরা নামাস।
বন্ধু তুই লোকাল বাস  Bondhu Tui Local Bus  Local Bus KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *