বন্ধু আইলায় নারে রজনী যায় মোর গইয়া | Bondhu Ailay Nare Rojoni Jay Mor Goiya | KeyLyrics

বন্ধু আইলায় নারে রজনী যায় মোর গইয়া
Bondhu Ailay Nare Rojoni Jay Mor Goiya
সৈয়দ দীনহিন
বন্ধু আইলায়নারে
রজনী যায় মোর গইয়া,
শুইয়া ছিল কাল ননদী উঠিব জাগিয়া,
বন্ধু আইলায়নারে,,,,
শাশুরী ননদী সবে শুইয়া
নিদ্রায় যায়,,
এমন সময় প্রানো বন্ধু রইলায় কোথায়,,
বন্ধু আইলায়নারে,,,
সুস্বামি জাগিব পাশে
আরশী পরশী,,
দিতে না পারিব আমি চন্দন ও তুলশী,,
বন্ধু আইলায়নারে,,
রজনী প্রভাত হইলো
উদয় দীনমনি,,
দীনহিনরে আরনি দিবায় চরণ দুখানি,,
বন্ধু আইলায়নারে
রজনী যায় মোর গইয়া,
শুইয়া ছিল কাল ননদী উঠিব জাগিয়া,,
বন্ধু আইলায়নারে,,,
বন্ধু আইলায় নারে  রজনী যায় মোর গইয়া | Bondhu Ailay Nare Rojoni Jay Mor Goiya | KeyLyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *