বন্দে মায়া লাগাইছে (Bondhe maya lagaiche piriti shikhaiche) – লিরিক্স – শাহ আবদুল করিমের গান

Bondhe maya lagaiche piriti shikhaiche
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
শাহ আবদুল করিমের গান



 বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।


বসে ভাবি নিরালায় ..

আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,

বসে ভাবি নিরালায় ..

আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,

যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে,

যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।


বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।


আমি কি বলিব আর ..

বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,

আমি কি বলিব আর ..

বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,

হায় গো প্রান বন্দের পিরিতে আমায়

পাগল করেছে,

হায় গো প্রান বন্দের পিরিতে আমায়

পাগল করেছে,

দেওয়না বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।


বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,

বন্দে মায়া লাগাইসে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইসে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *