বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়
Boner Patha Noy Go Dada Boner Patha Noy
কথা,সুর,কন্ঠ-অর্জুন বিশ্বাস
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
মনের পাঠা বলি দিয়ে মায়ের পূজো করতে হয়।।
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
ষড়রিপুর মধ্যে একটা বড় রিপু কাম,
রূপক অর্থে পাঠা হল সেই রিপুরই নাম,
দাদা সেই রিপুরই নাম।।
তাই কাম শরীরে মায়ের কাছে।।
আসতে লাগে সংশয়
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
মনের পাঠা বলি দিয়ে মায়ের পূজো করতে হয়।।
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
ঐ নিরীহ প্রাণী বলি দিলে খালি খালি,
এমন বলিদানে তুষ্ট হবে না মা কালী,
দাদা হবে না মা কালী।।
জীবহত্যা মহাপাপ
আরে জীবহত্যা মহাপাপ
দেবতা সকলে কয়।
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
মনের পাঠা বলি দিয়ে মায়ের পূজো করতে হয়।।
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
তাই পূজোর মাহাত্ম্য জেনে পূজা করিস মন,
এই দেহের মধ্যে পাবি রে তুই মায়ের দরশন,
শ্যামা মায়ের দরশন।।
তখন হবে রে তোর পাপ মোচন।।
সংস্কারও হবে ক্ষয়
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।
মনের পাঠা বলি দিয়ে মায়ের পূজো করতে হয়।।
বনের পাঠা নয় গো দাদা বনের পাঠা নয়।।।।