বড় ভুল করেছি মূলে | Boro Bhul Korechi Mule | Key Lyrics

বড় ভুল করেছি মূলে
Boro Bhul Korechi Mule
[বড় ভুল করেছি মূলে
গুরু আমায় যে ধন দিলে
আমি সব ফেলেছি অকূল জলে]-২
[না জেনে ঢাকার সন্ধান
ঢাকাতে দিলাম দোকান
না জেনে আদান-প্রদান
সব গেল মোর কূলে]-২
ছয়জনারে চাকরি দিলাম
ঢাকেশ্বরী মিলে
[দিলাম কাম কাজ ছেড়ে
মাতব্বরী]-২
সব গেল মোর গোলেমালে
[বড় ভুল করেছি মূলে]-২
[কীভাবে ঢাকায় গেলে
ঢাকেশ্বরী মা নেয় গো কোলে
রিপুগণ সব যায় যে চলে
দাওনা গুরু বলে]-২
ঢাকেশ্বরী করতেম পূজা
মনোজবা ফুলে
[জানলে ঢাকার সন্ধান
জুড়াইত প্রাণ]-২
আমি ডাকতেম দীনবন্ধু বলে
বড় ভুল করেছি মূলে
গুরু আমায় যে ধন দিলে
আমি সব ফেলেছি অকূল জলে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *