বলন বাণী
বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায়
Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray
——————————————-
বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায়,
বাজিয়ে বিনোদবাঁশি ঘুরাইতেছে নাগরদোলায়।
নয়ছিদ্রের শিঙ্গা লইয়া ,
দুইছিদ্রে বাজাইছে বইয়া,
ডান কী বাম ধরিয়া ,
বিখণ্ডন সমুত্থান ঘটায়।
মরণবীণে দিয়েরে ফুঁক ,
পাল্টিয়ে করে অন্য মুখ,
আরেক ফুঁকে হয় সমাবেত,
তিনশত দশ দিনে হয়।
উত্তরা সুর বাজে ভালো ,
হৃদ কমলে জ্বলে আলো ,
দক্ষিণা সুর বদন কালো,
বিখণ্ডন ঘটিয়া যায়।