ফিরে তো পাবো না | Phire To Pabo Na | হৃদয় খান

শিরোনামঃ ফিরে তো পাবো না
Phire To Pabo Na
শিল্পীঃ হৃদয় খান
সুরকারঃ রাজ
গীতিকারঃ গুঞ্জন রহমান
কি ভুলে গেছ ভুলে আমায় আড়ালে একা
হৃদয়ে দেওয়াল তুলে তোমার হারালে কোথায়,
আমার আকাশে আজ বরিষরণ
কালো মেঘে ঢাকা এ মন,
ফিরে তো পাবো না তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার,
খুলে মনোদ্বার ভাঙ্গা মন আমার
খুজে তোমাকেই বারে বার ।।
কেন হল এমন ভেঙ্গে দিলে এ মন
ফেলে গেলে শুধু দূরে,
এত ভালবাসা মনের যতো আশা
হারিয়ে গেল কোন ঝড়ে,
এই দু চোখ খুজে আলোরই রেখা
নেই তোমার দেখা,
ফিরে তো পাবো না তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার,
খুলে মনোদ্বার ভাঙ্গা মন আমার
খুজে তোমাকেই বারে বার ।।
হ্মমা করো মোরে ভালবাসা দূরে
সরে গেলে অবহেলায়,
ভালোবাসা জানি মিছে আশা মানেই
মন ভাঙ্গা এ খেলায়,
কি সুখ পেলে তুমি বলনা
আমায় করে ছলনা,
ফিরে তো পাব না তোমাকে কভু আর
হবে না তুমি তো আমা,,
খুলে মনদ্বার ভাঙ্গা মন আমার
খুজে তোমাকেই বারে বার।।
কি ভুলে গেছ ভুলে আমায় আড়ালে একা
হৃদয়ে দেওয়াল তুলে তোমার হারালে কোথায়,
আমার আকাশে আজ বরিষরন
কালো মেঘে ঢাকা এ মন,
ফিরে তো পাব না তোমাকে কভু আর
হবে না তুমি তো আমার,
খুলে মনদ্বার ভাঙ্গা মন আমার
খুজে তোমাকেই বারে বার ।।
ফিরে তো পাবো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *