প্রেমের মরা জলে ডুবে না
Premer Mora Jole Dube Na
ছায়াছবি: খেলার সাথী
কথা ও সুর: ওস্তাদ মমতাজ আলী খান
সংগীত: সুবল দাস
কণ্ঠ: রুনা লায়লা/আব্দুল আলীম
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
[প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো]-২
তারে আঠারো সাল কিরায় খাইলো
আঠারো সাল
তারে আঠার সাল কিরায় খাইলো
তবু রহিমা ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
[প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো]-২
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
প্রেমের দায়ে
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
[প্রেম কইরাছে মুসা নবী
যার প্রেমে দুনিয়ার খুবি গো]-২
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
পাহাড় জ্বলে
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
তবুও মুসা জ্বললো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
[প্রেমের মরা জলে ডুবে না]-২
চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি গো
তারা একমরণে দুইজন মরে
একমরণে
তারা একমরণে দুইজন মরে
অমন মরে কয়জনা দরদী
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।