প্রেমের পিপাসা নিয়া
Premer Pipasa Niya
ছায়াছবি: আগমন
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: আশা ভোঁসলে,সৈকত মিত্র
[প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কূল,
কে জানিত এ সাগর অতল অকূল
সখা অতল অকূল]-২
[আঁধারের অভিসারে,মন যারে খুঁজে মরে,
কোথা সে বসতি করে,কোন যমুনায়?]-২
পিরিতির ঘোরে আমি করিলাম ভুল।
প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কূল,
কে জানিত এ সাগর অতল অকূল
সখা অতল অকূল।
[তাপ কৃষ্ণ হয়ে বুক ফাটে পিপাসায়
মেঘ কৃষ্ণ হয়ে সেথা বরষিয়া যায়]-২
[পথের কণ্টক ব্যথা মনে নাই কোনো কথা
শ্যাম যেথা রাধা সেথা এক হয়ে যায়]-২
সুখের মালাতে গাথা বেদনার ফুল
প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কূল,
কে জানিত এ সাগর অতল অকূল।
সখা অতল অকূল।