প্রাণ বন্ধুয়ার প্রেম আগুনে | Pran Bondhur Prem Agune | বাউল ক্বারী আমির উদ্দিন

সুর সম্রাট বাউল ক্বারী আমির উদ্দিন



প্রাণ বন্ধুয়ার প্রেম আগুনে জইলা পুইরা হইলাম ছাই
ও মনের দুঃখরে, দুঃখ কার কাছে জানাই
দরদী কেউ নাইরে ভবে দরদী কেউ নাই
ও মনের দুঃখরে দুঃখ কার কাছে জানাই
নদীর কাছে কইলে দুঃখ নদীর জলও যায় শুকাই
আমি আশ্রয় নিয়ে যে ডাল ধরি রে
আমি সেই ডাল ভেঙ্গে পরে যাই
ও মনের দুঃখরে দুঃখ কার কাছে জানাই
ভাবনা চিন্তা হইল মনেরে সখি কোনদিন মরে যাই
আমি চাইয়া দেখি সব বিদেশী রে
আমার আপন বলতে কেহ নাই
ও মনের দুঃখরে দুঃখ কার কাছে জানাই
বন্ধু বিনে আমির উদ্দিন বল কোথায় যাই
আমি পাইতাম যদি প্রাণ বন্ধুরে
ও তার চরণ তলে নিতাম ঠাঁই
ও মনের দুঃখরে দুঃখ কার কাছে জানাই

প্রাণ বন্ধুয়ার প্রেম আগুনে | Pran Bondhur Prem Agune | বাউল ক্বারী আমির উদ্দিন

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *