প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন
Prokhoro Daroono Oti Deergho (1978)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
[প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন]-২
যত দূরে চাই নাই শুধু নাই
দিকে দিকে শুধু নাই নাই নাই
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।
[শুষ্ক কানন তরুশাখে
বিরস কণ্ঠে পাখি ডাকে]-২
বুকফাটা পিয়াসায়
অগ্নি আকাশ পানে
চাহে যে সদাই
দিকে দিকে শুধু নাই নাই নাই
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।
হায়রে স্রোতঃস্বিনী এমন শীর্না তোরে
দেখিনি তো আর কোনোদিন
হায়রে হায়রে স্রোতঃস্বিনী
বক্ষে মরণ যাচে আশা
নিরব মৌন যত ভাষা
এক ফোটা অশ্রুর শান্ত্বনা খুঁজে তবু
দু’হাত বাড়াই
দিকে দিকে শুধু নাই নাই নাই
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন
যত দূরে চাই নাই শুধু নাই
দিকে দিকে শুধু নাই নাই নাই
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন।