পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছে
Prithibike Biday Janiye Chole Gechhe
কথা: তরুণ সিংহ
সুর: সুপর্ণকান্তি ঘোষ
কণ্ঠ: মান্না দে
Prithibike Biday Janiye Chole Gechhe
কথা: তরুণ সিংহ
সুর: সুপর্ণকান্তি ঘোষ
কণ্ঠ: মান্না দে
[পৃথিবীকে বিদায় জানিয়ে
চলে গেছে বন্ধু আমার]-২
[দরজায় কড়া নেড়ে কোনোদিনও সে]-২
এসে গেছি বলবে না আর
চলে গেছে বন্ধু আমার
পৃথিবীকে বিদায় জানিয়ে
চলে গেছে বন্ধু আমার।
[কোন অভিমান বুকে নিয়ে
কাউকে কিছু না জানিয়ে]-২
নীরবে আঁধার পথে একা
এ কেমন চলে যাওয়া তার
[দরজায় কড়া নেড়ে কোনোদিনও সে]-২
এসে গেছি বলবে না আর
চলে গেছে বন্ধু আমার
পৃথিবীকে বিদায় জানিয়ে
চলে গেছে বন্ধু আমার।
হারানো দিনের মত
ফিরে আর আসবে না সে
নাম ধরে ডেকে আর
চেনা হাসি হাসবে না সে
হারানো দিনের মত
ফিরে আর আসবে না সে।
[তার কথা আজ গানে গানে
ব্যথাভরা স্মৃতি বয়ে আনে]-২
চেনামুখে সেই চেনা কথা
মনে পড়ে শুধু বারবার।
[দরজায় কড়া নেড়ে কোনোদিনও সে]-২
এসে গেছি বলবে না আর
চলে গেছে বন্ধু আমার
পৃথিবীকে বিদায় জানিয়ে
[চলে গেছে বন্ধু আমার]-৩