পিরিতে বানাইছে বৈরাগী | Pirite Banaise Boiragi | Key Lyrics

পিরিতে বানাইছে বৈরাগী
Pirite Banaise Boiragi
Artist :CHAMPA DAS (GHOSH)
Lyrics – Champa Das  , Tune :-Mujib Pardesi
Music Arranger :-Krishnakant Nandi(Pitu)
Audio Recording Studio – JMD 

পিরিতে বানাইছে বৈরাগী

আমায়

পিরিতে বানাইছে বৈরাগী |

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী |

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী 

পিরিতে বানাইছে বৈরাগী ||

পিরিত রতন পিরিত যতন

পিরিতি অমূল্য রতন

আমি কি তার প্রেমের মর্ম জানি

পিরিত রতন পিরিত যতন

পিরিতি অমূল্য রতন

আমি কি তার প্রেমের মর্ম জানি

দিয়া বন্ধে বিষের জ্বালা

লুকাইয়াছে কদমতলা

দিয়া বন্ধে বিষের জ্বালা

লুকাইয়াছে কদমতলা

কৃষ্ণ সাজে বাজায় মধুর বাঁশি

ও সে কৃষ্ণ সাজে ও সে কৃষ্ণ সাজে

বাজায় মধুর বাঁশি মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী 

পিরিতে বানাইছে বৈরাগী ||

কান্ধে আমার ভিক্ষার ঝোলা 

গলাতে কলংকের মালা

কণ্ঠে আমার বন্ধু নামের ধ্বনি 

কান্ধে আমার ভিক্ষার ঝোলা 

গলাতে কলংকের মালা

কণ্ঠে আমার বন্ধু নামের ধ্বনি 

বন্ধু ফিইরা আইলে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে

বন্ধু ফিইরা আইলে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে

রাইখা গেছি পিরিতের নিশান

আমি রাইখা গেছি

আমি রাইখা গেছি 

পিরিতের নিশানী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী 

পিরিতে বানাইছে বৈরাগী |

এই ফকিররে কষ্ট দিয়া

আরেকজনের ঘরে গিয়া

সংসার কইরা সুখে থাকতায় ফারবায়নি ?

এই ফকিররে কষ্ট দিয়া

আরেকজনের ঘরে গিয়া

সংসার কইরা সুখে থাকতায় ফারবায়নি ?

এই ফকিরের মনের জ্বালা

শরম করে কইতাম কিলা?

এই ফকিরের মনের জ্বালা

শরম করে কইতাম কিলা ?

তুমরার ইতা হুইন্না কি লাভ অইবো নি

আরে তুমরার ইতা

আরে তুমরার ইতা

হুইন্না কি লাভ অইবো নি গো সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী

পিরিতে বানাইছে বৈরাগী

পিরিতে বানাইছে বৈরাগী মোর সজনী 

পিরিতে বানাইছে বৈরাগী |

পিরিতে বানাইছে বৈরাগী ……………

আমায়

পিরিতে বানাইছে

পিরিতে বানাইছে

পিরিতে বানাইছে বৈরাগী ||

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *