পাষাণ দেবতা আমার
Pashan Debota Amar
কন্ঠ-সন্ধ্যা রাণী বালা
পাষাণ দেবতা আমার
আর কতকাল রইবে দূরে
তোমারি আশায় পথ চেয়ে
রয়েছি আমি জীবন ভরে।।
বাসনা কুসুমে গাঁথি এ মালা,
সাজিয়ে রেখেছি বরণ ডালা।।
এসো হে আমার হৃদয় মন্দিরে।।
পাষাণ দেবতা আমার
আর কতকাল রইবে দূরে
তোমারি আশায় পথ চেয়ে
রয়েছি আমি জীবন ভরে
পাষাণ দেবতা আমার।
যন্ত্র বিহীন মন্ত্র আমার
পারিনি কো আমি অন্তর দিতে
বঞ্চিত করোনা আমায়
তোমার কৃপায় দৃষ্টি হতে।
যন্ত্র বিহীন মন্ত্র আমার
পারিনি কো আমি অন্তর দিতে
তোমার কৃপায় দৃষ্টি হতে।
থাকবো আমি ঐ চরণে,
বাসনা আমার এই জীবনে।।
এসো হে আমার হৃদয় মন্দিরে।।
পাষাণ দেবতা আমার,
আর কতকাল রইবে দূরে,
তোমারি আশায় পথ চেয়ে,
রয়েছি আমি জীবন ভরে।।