পাপ করিলে ক্ষমা করো | Pap Korile Khoma Koro | Song Lyrics

পাপ করিলে ক্ষমা করো
Pap Korile Khoma Koro
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
পাপ করিলে ক্ষমা করো।
দয়াল তুমি দয়াময়
দয়াতেই দয়ালের পরিচয়।।
অফুরন্ত অগনিত করুণায় তোমার
দিয়েছো অসীম নিয়ামত করছি ব্যাবহার,
সবই করুণায় তোমার
মূল্য বিনে দান করেছো চাওনি কোন বিনিময়।।
দয়াতেই দয়ালের পরিচয়।।
লাউলাকের বাদশা এসে প্রকাশ্য প্রচার
সত্যের বাণী প্রকাশিলে হইলে সাকার,
বন্ধু প্রকাশ্য প্রচার
যুগে যুগে করলে উদ্ধার, তুমিই প্রেমিক প্রেমময়।।
দয়াতেই দয়ালের পরিচয়।।
সুন্দরের সুন্দর, তোমার মন সুন্দর ভালোবাসো
অমূল্য চাঁদ মুখের হাসি ফুলে ফুলে হাসো,
তুমি সুন্দর ভালোবাসো
সন্তানের মুখে মায়ের বুকে বুঝাও কতো স্নেহময়।।
দয়াতেই দয়ালের পরিচয়।।
এতো অকৃতজ্ঞ আমি ভুলেছি তোমারে
নিবেদন করিগো বন্ধু ক্ষমিও আমারে,
আমি ভুলেছি তোমারে,
আমীর উদ্দিনেরে তোমার চরণতলে দিও আশ্রয়।।
দয়াতেই দয়ালের পরিচয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *