পাগল পাগল | Pagol Pagol | নকুল কুমার বিশ্বাস

পাগল পাগল
Pagol Pagol
কথা, সুর ও শিল্পী : নকুল কুমার বিশ্বাস
ফুডকোর্টে রাতের বেলা,
মিলেছে পাগলের মেলা।
পাগলেরা আসছে ছুটে ভেঙে সকল বাধার আগল,
পাগল পাগল বদ্ধ পাগল।
গানের জন্য পাগল আবাল-বৃদ্ধ-বনিতা,
পাগলের মহিমায় ভরা গানের ধ্বনিটা।
লালন গীতি, পল্লী গীতি,
তাতে মাখা কত প্রীতি!
শুনে সবাই নকুলগীতি আনন্দেতে বাজায় বগল,
পাগল পাগল বদ্ধ পাগল।
ডাইনে পাগল বাঁয়ে পাগল পাগল সবার মন,
সামনে পাগল পিছে পাগল, পাগল সর্বজন।
তবে এই পাগলের সেই পরিচয়,
মনটা পাগল, মাথা তো নয়।
নকুল কুমার পুরান পাগল,
আমার দর্শক শ্রোতা সদ্য পাগল,
পাগল পাগল বদ্ধ পাগল।
পাগল পাগল | Pagol Pagol | নকুল কুমার বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *