পলকের দেখাতে কিছু ভালো লাগাতে
Paloker Dekhate Kichu Valo Lagate
ছায়াছবি-গুরু
কথা-গৌতম সুস্মিত
সঙ্গীত-বাবুল বোস
শিল্পী-বাবুল সুপ্রিয়
[পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাসি মনে গেঁথে যায়
এ মন শুধু তাকে পেতে চায়
এ মন শুধু তাকে পেতে চায়]-২
[প্রথম যখন কাউকে দেখে]-২
মনেতে জাগে যে আশা
[তাকেই বলে ভালোবাসা]-২
হে পলকের দেখাতে
কিছু ভালো লাগাতে
যার হাসি মনে গেঁথে যায়
[এ মন শুধু তাকে পেতে চায়]-২
[প্রথম যখন কাউকে দেখে]-৩
মনেতে জাগে যে আশা
[তাকেই বলে ভালোবাসা]-২
[মনে মনে কথা বলা
পাশাপাশি থেকে পথ চলা
দিনে কাজে রাতে
ঘুম সবই উড়ে যায়(হে)]-২
[হৃদয় জুড়ে চুপিচুপি]-২
মনেতে বান্ধে যে বাসা
[তাকেই বলে ভালোবাসা]-২
[বুঝেও কেন এ মন বোঝেনা
মনের শাসন মন শোনেনা
সারাদিন সারারাত একি বায়না]-২
[কখন যাবো কাছে পাবো]-২
পড়ব দু’চোখের ভাষা
[তাকেই বলে ভালোবাসা]-২
হে হে পলকের দেখাতে
কিছু ভাল লাগাতে
যার হাসি মনে গেঁথে যায়
[এ মন শুধু তাকে পেতে চায়]-২
পলকের দেখাতে
কিছু ভাল লাগাতে
যার হাসি মনে গেঁথে যায়
[এ মন শুধু তাকে পেতে চায়]-২
[প্রথম যখন কাউকে দেখে]-২
মনেতে জাগে যে আশা
[তাকেই বলে ভালোবাসা]-৮