পরজনমে,আমারই মত
রাধা হইও তুমি প্রিয়
প্রিয় রাধা হইও তুমি প্রিয়।।
সুন্দরও বিরহ,
মনে হবে যেন
শ্যাম রায়…
সুন্দরও বিরহ,মনে হবে যেন
কেন কাঁদে ব্রজবালা।
পরজনমে হইও রাধা
পরজনমে আমারি মতোন,
রাধা হইও তুমি প্রিয়
প্রিয় রাধা হইও তুমি প্রিয়।
কান্দিও কান্দিও,
আমারি মতোন তুমি কান্দিও
শ্যাম রায়,শ্যাম রায়
কান্দিও কান্দিও
আমারি মতোন তুমি কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও।
না মানিও ননদীর ও বাঁধা
পর জনমে হইও রাধা।
পরজনমে আমারি মতো
রাধা হইও তুমি প্রিয়
প্রিয় রাধা হইও তুমি প্রিয়।
বুঝিবে যখন,নারীর ও বেদন
শ্যাম রায়..
বুঝিবে যখন নারীর ও বেদন
রাধার পরানে কতো ব্যথা
পর জনমে হইও রাধা
পর জনমে আমারি মতোন,
রাধা হইও তুমি প্রিয়।
প্রিয় রাধা হইও তুমি প্রিয়
পর জনমে আমারি মতোন,
রাধা হইও তুমি প্রিয়।
প্রিয় রাধা হইও তুমি প্রিয়
প্রিয় রাধা হইও তুমি প্রিয়।
(শিল্পী-সহজ মা)