পথ বলে দাও তুমি
Path Bole Dao Mago
ছায়াছবি: তুমি কত সুন্দর
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর/
উষা মঙ্গেশকর
[পথ বলে দাও তুমি,কোন পথে যাই আমি,
কোনখানে গেলে মাগো,সান্ত্বনা পায় প্রাণ]-২
বলনা কি অপরাধে বুকে এত তৃষা কাঁদে
পারিনা কেন যে আমি বুকে নিতে সন্তান।
[দাও বলে মা,দাও বলে মাগো]-২
[এত আলো পেয়ে তবু কেন এ আঁধার ?
হাসির লগন কেন,হয়গো কাঁদার]-২
মা হয়েও কেন যে মা,মা হতে পারছিনা মা
আমার পরাণে কাঁদে এই অভিমান।
[দাও বলে মা,দাও বলে মাগো]-২
[দিন আসে দিন যায়,রাত ভোর হয়
তবু তো হয়না সারা ব্যথার সময়]-২
জানিনা কখন কবে,পাবো সে পূণ্য তিথী
শোনাতে পারবো আমি মায়ের এই গান।
[দাও বলে মা,দাও বলে মাগো]-২
পথ বলে দাও তুমি,কোন পথে যাই আমি
কোনখানে গেলে মাগো,সান্ত্বনা পায় প্রাণ।
[দাও বলে মা,দাও বলে মাগো]-২