নৌকা বিলাস | Nouka Bilas | Key Lyrics

নৌকা বিলাস
Nouka Bilas
কীর্ত্তন
(শিল্পী: অদিতি মুন্সি)
(বড়াই মা ও অষ্টসখিকে সঙ্গে করে
রাধা রাণী আজ দধি দুগ্ধ বিক্রয়ের লাগি
মথুরার হাটের দিকে যাত্রা করেছেন।
কিন্তু পার করবে কে?)
(সখি: মাঝি ও মাঝি!
নাবিক: ওহে ব্রজগোপিনীগণ!
তোমরা কোথায় যাবে?
সখি: আমরা মথুরার
হাটে যাবো গো।
নাবিক: কিন্তু আমার নৌকায় পার হতে গেলে
যে ঘাটের মাশুল আগে দিতে হয়।
সখি: তা তোমার ঘাটের মাশুল কত?)
নাবিক: বলি ষোল আনা দে,
না দিলে পার করিনা।
(বলি)আমারও সুন্দর নাও
যেবা আসে দেয় পাও।।
আসিয়া ঘনয়ে ষোলো কর।।
(সখি: বল কী হে মাঝি!
এক দু’আনায় পার হয়ে যাই;
আর তুমি কিনা বলছো’!
ষোল আনা’!
আচ্ছা বেশ)
(আমরা না হয়)এক আনা দিব হে।।
দিব আমরা এক আনা
করে আসি বেচাকেনা
এক আনা দিব হে।।
তাড়াতাড়ি পার কর
এক আনা দিব হে।।
নাবিক: (আরে আমি)
এক আনায় পার করিনা।।
(আরে)দু’জনায় না আসিলে,
এক আনায় পার করিনা।।
(সখি: বেশ তাহলে আমরা
দু’আনা দেব।
(নাবিক: দু’আনাতে পার করিনা
সখি: (তিন আনা)তাতেও হবেনা।
সখি: আচ্ছা বেশ!
তাহলে আমরা)
চার আনা দিব হে
চার আনা দিব হে
(আর)বিলম্ব করোনা
চার আনা দিব হে।।
নাবিক: (আমি)চার আনা লই না
চার আনা লই না,
আমি চার আনা লই না,
চার আনা লই না।
চতুর্বর্গের ফল ধরেনা,
চার আনা লইনা।।
সখি: (আমরা)পাঁচ আনা দেব হে।।
সখিগন মিলে,পাঁচ আনা দেব হে।।
নাবিক: (আমি)পাঁচ আনা লই না।।
(ঘাটে)পঞ্চভুতের আনাগোনা,
(পাঁচ আনা লই না)।।
(সখি: বেশ বেশ তাহলে আমরা
ছয় আনা দিব।
নাবিক: কী বলে এরা?)
(আমি)ছয় আনায় পার করিনা।।
ষড়রিপু বশ মানেনা,
ছয় আনায় পার করিনা।।
(সখি: আচ্ছা বেশ
তাহলে সাত আনা দিবগো।
নাবিক: সাত আনা!
সাত আনায় পার করতে
পারবো না গো।
সাত সমুদ্রের ঢেউ লাগবে
আমার জীর্ণ তরীতে।
তরী যে ডুবে যাবে!
তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে।
তখন তো কলঙ্কই মাঝিদের নামেই আসবে
সখি: আচ্ছা বেশ আমরা তবে)
আট আনা দেব গো।।
অষ্টসখী মিলে
আট আনা দেব গো।।
(নাবিক: আট আনা দিবে?)
(আরে)আট আনা আ-টানা।।
কেউ টানেনা,প্রাণের টানে,
আট আনা আ-টানা।।
(আরে)কেউ টানেনা প্রাণের টানে,
টানলে কী আর থাকতে পারি?।।
আট আনা আ-টানা।
(সখি: আরে আট আনা!
মানে ষোল আনার অর্ধেক।
অর্থাৎ খণ্ড টাকা)
নাবিক: (আমি)খণ্ডতো লই না।।
অখণ্ড চৈতন্য আমি
খণ্ড তো লই না।।
সখি: (আমরা)নয় আনা দিব গো।
ওহে ঘাটের নয়া নাবিক,
নয় আনা দিব গো।।
নাবিক: হাঁ হাঁ আরে!
(আমি)নয়া আনা নয়া না।।
আমি বহুদিনের পুরাণা
নয়া আনা নয়া না।
যুগে যুগে পার করি
নয়া আনা নয়া না।
(সখি: তোমার দেখছি
কিছুতেই হচ্ছেনা
কী চাই আসলে?
বলতো মাঝি তোমার।
নাবিক: যা চাই তোমরা দিবে?
সখি: কী বল?)
নাবিক: তোমাদের ষোলো আনা দাওনা।।
(আরে!)দশ ছয় যোগ করে
ষোল আনা দাওনা।।
দশ ছয় যোগ করে,
দশ গৃহ ছয়রিপু।।
দশ ছয় যোগ করে
ষোল আনা দাওনা।
হরিবল,হরিবল হরিবল,হরিবল,
হরিবল,হরিবল,হরিবল,হরিবল,
হরিবল,হরিবল,হরিবল,হরিবল।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *