নো মানি নো লাভ | No Money, No Love | অর্জুন বিশ্বাস

নো মানি নো লাভ
No Money, No Love
কথা, সুর ও শিল্পী : অর্জুন বিশ্বাস
[আজকাল সবারই মনের ভাব
নো মানি নো লাভ
মানি যদি থাকে গভীর পানিতে
আমিও দেবো ঝাঁপ]-২
মানুষ মানির জন্য বাবাকে রেখে
অন্যকে বলে বাপ
[নো মানি নো লাভ]-৩
মানি না থাকলে রাজনীতি
কেউ করতে যেত না,
জনগণের ঐ গালমন্দ
কোনো নেতা খেত না।।
মানি আছে বলে ক্ষমতার ঐ
গদি নিয়ে কাড়াকাড়ি,
অধিকার আন্দোলনের নামে
বাড়াবাড়ি মারামারি।
[মানির জন্যেই দলের
সাথে নেতাকর্মীর ভাব]-২
[নো মানি নো লাভ]-৩
মানি না থাকলে সেবা প্রকল্প
অল্পই থাকতো,
সমাজসেবক সেবা-টেবা রেখে
অচিরেই ভাগতো।
মানি না থাকলে প্রচারকগণ
করতো না প্রচার,
বিনে পয়সায় পূজো দিতে পুরোহিত
পাওয়া হতো ভার।
[মানি লেনদেন প্রেম-ভক্তি
ভালোবাসা খাপে খাপ]-২
[নো মানি নো লাভ]-৩
বাঁচতে মানি মরতে মানি
মানি ছাড়া কিছু নাই,
মানির কারণে খুনোখুনি
হয় কত সহোদর ভাই।
মানিহীন কতো মেধাবী ছেলে
আছে চিরকুমার,
মানিহীন সংসারে মূল্য নাই
ঐ বাবা-মার।
[মানিহীন বেঁচে থাকাটাই
আজ মস্ত বড় পাপ]-২
[নো মানি নো লাভ]-৩
[আজকাল সবারই মনের ভাব
নো মানি নো লাভ
মানি যদি থাকে গভীর পানিতে
আমিও দেবো ঝাঁপ]-২
মানুষ মানির জন্য বাবাকে রেখে
অন্যকে বলে বাপ
[নো মানি নো লাভ]-৩
নো মানি নো লাভ | No Money, No Love | অর্জুন বিশ্বাস

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *