নীল আকাশের নিচে আমি
Neel Akasher Niche Ami
ছায়াছবি: নীল আকাশের নিচে
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর: সত্য সাহা
কণ্ঠ: খন্দকার ফারুক আহমেদ
[নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা]-২
[এই সবুজের শ্যামল মায়ায়]-২
দৃষ্টি পড়েছে ঢাকা
[নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা]-২
শনশন বাতাসের গুঞ্জন
চঞ্চল করে এই মন
আহা ও ও হো আহা হা হা ও হো
শনশন বাতাসের গুঞ্জন
হলো চঞ্চল করে এই মন
[ডাক দিয়ে যায় কার দুটি চোখ]-২
স্বপ্ন কাজলমাখা
[নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা]-২
ঝুরুঝুরু বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে এ কি ছন্দে!
আহা ও হো হো আহা হা হা ও হো
ঝুরুঝুরু বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে এ কি ছন্দে!
[বউ কথা কও ডাকে কেন]-২
বউ কি দেবে দেখা?
নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা
[এই সবুজের শ্যামল মায়ায়]-২
দৃষ্টি পড়েছে ঢাকা
[নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা]-২
লা লা লা লা লা লা লা লা
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ