নিষ্ঠুর বন্ধুরে কোন পরাণে তুমি রইলায় বৈদেশে | Nithur Bondhu re Kon Porane Tumi Roila Boideshe

Song Titel: Nithur Bondhu re Kon Porane Tumi Roila Boideshe
নিষ্ঠুর বন্ধুরে  কোন পরাণে তুমি রইলায়  বৈদেশে Artest: Amir Dewan Lyricist: Kari Amir Uddin Ahmed Label: Baul Sangeet
বাউল ক্বারী আমির উদ্দিন
নিষ্ঠুর বন্ধুরে………….
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে
আর কতদিন রাখিব যৌবন,
তোমারি আশার আশে।।
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে।
একা নাহি ভালো লাগে’ বিহনে তোমায়
আমি’ করি কি উপায়’ বন্ধুরে…..
কি করিব যাবো কোথায়,
মরি মরি প্রেম বিষে।।
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে।
নারী চাহে স্বামী যদি’ থাকে সব সময়
অতি’ কাছে কাছে রয়’ বন্ধুরে…….
জীবন মরণ নাই কোন ভয়,
দিন কাটে তার উল্লাসে।।
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে।
পুরুষ না হইয়া যদি’ হইতে অবলা
বুঝতে’ নারীর কি জ্বালা’ বন্ধুরে…..
সোনার অঙ্গ হইলরে কালা,
মনের মানুষ নাই পাশে।।
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে।
আমীর উদ্দিন বলে তোমার’ দরশন বিনা
কিছুই’ ভালো লাগেনা’ বন্ধুরে………
আশার আশায় দিন সাপ্তাহ মাস,
বৎসর ঘুরে ফিরে আসে।।
কোন পরানে তুমি, রইলায় বৈদেশে।

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *