নিরলে বন্ধু নিরলে আমি তুমারে চাই গো
Nirole Bondhu Nirole Ami Tomare Chai Go
কথা ও সুর :- Kari Amir Uddin
নিরলে বন্ধু নিরলে আমি তুমারে চাই গো
আসিও কদম তলে’
কেউ যেন জানেনা’ কেউ যেন শুনেনা
বংশী বাজাইওনা রাই রাই বলে।
ঘরেরি কাল ননদী, শুনিতে পারে যদি
যাইতে দিবেনা আমায় জলে।।
আসিও কদম তলে’
আসিও রে সোনার চান, হইওনা পাষান
কছম লাগিবে যদি যাবেরে ভুলে।
মনেতে এই স্বাদ’ কোলেতে বসাইয়া চাঁদ
হেরিব নয়ন জুগলে।।
আসিও কদম তলে’
থাকিয়া তব সাথে’ চড়িয়া জীবন রথে
প্রেম খেলা খেলিব দু’জনে মিলে।
আমির উদ্দিন কয় শশধর, অধরে দিয়া অধর
মধু পান করিবে নতুন ফুলে।।
আসিও কদম তলে’