নিঠুর মনোহর (আমার বন্ধু চিকন কালিয়া) গানটি কোন গানের সুরে গাওয়া হয়েছে?

নিঠুর মনোহর (আমার বন্ধু চিকন কালিয়া) গানটি কোন গানের সুরে গাওয়া হয়েছে?

আমার বন্ধু চিকন কালিয়া গানের লিরিক্স

 

আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
কেমন আছি-
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়
যমুনারই ঘাটে আইসো দুপুরের সময়
যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়
যমুনারই ঘাটে আইসো দুপুরের সময়
আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া
জল ভরিবার-
আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমি প্রেমফাঁসি লইয়া গলে যাই যদি গো মরিয়া
প্রেমফাঁসি-
আমি প্রেমফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
কেমন আছি-
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া

 

নিঠুর মনোহর (আমার বন্ধু চিকন কালিয়া) গানটি কোন গানের সুরে গাওয়া হয়েছে?

Mayer Payer Joba Hoye lyrics

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

গায়ক: পান্নালাল ভট্টাচার্যী

শ্যামা সঙ্গীত

মায়ের পায়ে জবা হয়ে
Mayer Paye Joba Hoye
তাল: ঝুমুর ৬ মাত্রা
কথা: দ্বিজেন চৌধুরী
কন্ঠ: পান্নালাল ভট্টাচার্য

 

Mayer Payer Joba Hoye lyrics

আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক,
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

 

জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়
জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়
ওরে তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
তোর মত যে,
ও মন তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

 

আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
তাই বলি আয়,
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

নিঠুর মনোহর (আমার বন্ধু চিকন কালিয়া) গানটি ‘আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন’ গানের সুরে গাওয়া হয়েছে। গানটি একটি বিখ্যাত শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীতটির রচয়িতা দ্বিজেন চৌধুরী।

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *