নারী হয় লজ্জাতে লাল
Nari Hoy Lojjate Lal
কণ্ঠ: রিংকু
নারী হয় লজ্জাতে লাল
[নারী হয় লজ্জাতে লাল]-২
ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন,
মন রে এ কোন রঙে রঙিন হলো বাউল মন।
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
মন রে এ কোন রঙে রঙিন হলো বাউল মন।
জল সুন্দর শরৎকালে ফুল বসন্ত কালে
প্রেমের খেলা জমে ভালো যৌবনে,সই লো
প্রেমের খেলা জমে ভালো যৌবনে
[ফাগুনের মাতাল হাওয়ায়]-২
মাতাল হইয়াছে মন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
মন রে এ কোন রঙে রঙিন হলো বাউল মন।
চাঁদ ডুবেছে নদীর জলে ভ্রমরা ফুলে ফুলে
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না,সই লো
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না
[রূপ যেন তার মাতাল হাওয়া]-২
চোখ যেন তার গহীন বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
মন রে এ কোন রঙে রঙিন হল বাউল মন।
[নারী হয় লজ্জাতে লাল]-২
ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
মন রে এ কোন রঙে রঙিন হলো বাউল মন
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
মন রে এ কোন রঙে রঙিন হলো বাউল মন।
Nari Hoy Lojjate Lal