নয়নের মণি তুই
Nayaner Moni Tui
ছায়াছবি: আগমন
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: আশা ভোঁসলে,সৈকত মিত্র
ও হেমন্ত মুখোপাধ্যায়
[নয়নের মণি তুই যশোদা দুলাল]-২
প্রাণের প্রদীপ ওরে আমার গোপাল
নয়নের মণি তুই যশোদা দুলাল।
[গর্ভে তোকে ধরিনি তবু
মা যে আমি তো]-২
তুই প্রাণসম মোর
তুই আমার চোখের আলো
আড়াল হলে তবে
সব আঁধার হয়ে যাবে।
তুই আমার জীবন
ওরে যাসনে দূরে
মা যে তোর স্নেহের কাঙাল।
[জানিস কি মা কে যে আমি?
আমি তো তুই তুই তো আমি]-২
কাছে থাকি দূরে থাকি
যেখানেই আমি থাকি
আমি যে মা তোর
আঁধার হয়ে ঘনিয়ে আসি
আলো হয়ে থাকি জীবনভর।
[শ্রীরাধার শ্যাম আমি
জানকীর রাম]-২
আমি যদি প্রেম হই আমি পরিণাম
শ্রীরাধার শ্যাম আমি
জানকীর রাম।
[কভু আমি সারথি হে
কভু হই সখা,
কংসবধে কৃষ্ণ হয়ে
আমি দিই দেখা]-২
প্রহলাদের ঘরে আমি
নরসিংহ হয়ে যাই,
বহুরূপ মোর তবু
কোনোরূপ নাই।
তুই যদি নাই পাস
দেখিতে আমাকে
যেখানে থাকি মাগো
দেখি আমি তোকে
কাছে থাকি দূরে থাকি
তোরই গোপাল
নয়নের মণি মোর যশোদা দুলাল
নয়নের মণি তুই যশোদা দুলাল
প্রাণের প্রদীপ ওরে আমার গোপাল
নয়নের মণি তুই যশোদা দুলাল।