ভরসা করি এ ভব কান্ডারি
হালটি ধরিয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ,ভরসা করি
দয়াময় দয়াময় দয়াময়
ভরসা করি এ ভব কান্ডারি
হালটি ছাড়িয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ।
হালটি ধরিয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ,ভরসা করি
দয়াময় দয়াময় দয়াময়
ভরসা করি এ ভব কান্ডারি
হালটি ছাড়িয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ।
বাইতে জানো না কেন ধর হাল,
মন মাঝি তাই হল রে মাতাল।।
বুঝিয়ে বলো তারে যেতে হবে পাড়ে
বুঝিয়ে বলো তারে
বুঝিয়ে বলো তারে যেতে হবে পাড়ে
অবেলার বেলা পানে চাও চাও চাও রে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ।
মন মাঝি তাই হল রে মাতাল।।
বুঝিয়ে বলো তারে যেতে হবে পাড়ে
বুঝিয়ে বলো তারে
বুঝিয়ে বলো তারে যেতে হবে পাড়ে
অবেলার বেলা পানে চাও চাও চাও রে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ।
বাইতেছিল তরী পাগলা ভবা
ভাঙ্গা তরী জলে ডুবা ডুবা
বাইতেছিল তরী পাগলা ভবা
ও দয়াল দয়াল দয়াল
বাইতেছিল তরী পাগলা ভবা
ভাঙ্গা তরী জলে ডুবা ডুবা
চুবান খেয়ে ধরেছে পায়ে।।
ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ
ভরসা করি এ ভব কান্ডারি।।
হালটি ছাড়িয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ
নদী ভরা ঢেউ।
ভাঙ্গা তরী জলে ডুবা ডুবা
বাইতেছিল তরী পাগলা ভবা
ও দয়াল দয়াল দয়াল
বাইতেছিল তরী পাগলা ভবা
ভাঙ্গা তরী জলে ডুবা ডুবা
চুবান খেয়ে ধরেছে পায়ে।।
ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ
ভরসা করি এ ভব কান্ডারি।।
হালটি ছাড়িয়া তারে দাও দাও দাওরে
নদী ভরা ঢেউ বোঝ না তো কেউ
কেন তরী নিজে বাও বাও রে
নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ
নদী ভরা ঢেউ।
কথা-ভবা পাগলা