নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল | Notun Preme Mon Mojaiya Korechi Ki Mosto Bhul | কাজী শুভ

শিরোনামঃ নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল
Notun Preme Mon Mojaiya Korechi Ki Mosto Bhul
শিল্পীঃ কাজী শুভ
নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল,
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল।।
সখি গনরে করি মানা এমন প্রেম আর কইরোনা,
আমার মত প্রেম করিয়া জনম ভইরা কাইন্দো না,
আমার দুই-একটা দিন যায় নারে ভালো
লাগে শুধু গন্ডগোল,
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল।।
ও মিষ্টি মিষ্টি কথা কইয়া প্রাণ নিয়াছো কারিয়া কাড়িয়া
ভ্রমর যখন কায়রে মধু ফুলেতে আসন দিয়া।
আমার দুই-একটা দিন যায় নারে ভালো
লাগে শুধু গন্ডগোল,
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল,
নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল
আমার লাভের মাঝে কি লাভ হইলো
গলাতে কলংকের ঢোল ।।
নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *