ধর্ম্মের বাহানা করে, চুর ঢুকেছে ঘরে ঘরে
Dhommer Bahana Kore, Chur Dhukeche Ghore Ghore
Keylyrics
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
ধর্ম্মের বাহানা করে, চুর ঢুকেছে ঘরে ঘরে
বর্তমান বাজারে ও ভাই বর্তমান বাজারে।।
থাকে ওরা কল কৌশলে, মিশিয়া আমাদের দলে
গিলটি করা রুপ আসলে, দেখবে কয়দিন পরে।
তাজিম তাওয়াজ্জু শ্রদ্ধা’ ডুবাইলো সাগরে
ঈমান চুরা জগত ভরা, খাইয়া বরতন ছিদ্র করে।।
বর্তমান বাজারে ও ভাই বর্তমান বাজারে।
যারা বলে ইসলাম গেলো, তাঁরা ধর্ম্ম ভাগ করিলো
বহুরুপী দল বাঁধিলো, রাজ্য লোভের তরে।
লাগছে মেলা বাজির খেলা, কে জিতে কে হারে
লেভেল মাত্র খাঁটি আসল, ভেজাল কিন্তু রয় ভিতরে।।
বর্তমান বাজারে ও ভাই বর্তমান বাজারে।
অনেক আছে সালাম দেয়না, আরো একদল সালাম লয়না
জিগাইলে কয় অবসর পায় না, মুখে কোরান পড়ে।
হাত মিলাইতে চাইলে দেখায়, তছবির গুঠা নড়ে
আমীর উদ্দিনে সাবধান করে, ভুল বুঝিওনা নবীজিরে।।
বর্তমান বাজারে ও ভাই বর্তমান বাজারে।