ধন ধন বলে কান্দিস কেনে ওহেমনুরায়।
তুই নিজের ভুলে নিজেই দুষি ধন খোজনায় সু-সময়।।
****************১*****************
ধনের মালিক যখন ছিলে, কত মাতব্বরি করেছিলে
এখন ধন কোথায় মেলে আগে ভাবনায়।
এবে তোর মনে পরেছে, কবেই সে ফাঁকি দিয়েছে
এখন কান্নাকাটি মিছে মিছে, বন্ধ কর তোর অভিনয়।।
***************২****************
করে ইচ্ছায় বিনাশ অইচ্ছায় বিনাশ ধীরে ধীরে করলি খালাস
এখন বৃথা করে তালাশ পাবি আর কোথায়।
তোর ভয়েতে সবাই শিশু মানলিনা গড ঈশ্বর যিশু
মানুষ হয়ে সাজলি পশু সেই দিন তোর গেলো কোথায়।।
***************৩*****************
দুই দিনের এই ভবের খেলা, ডুবে যাবে জীবন বেলা
যেতে হবে একলা একলা তাতো বোঝনায়।
মত্ত রলি কামের খেলায়, গেলিনা তুই প্রেমের মেলায়
দিন গেলো তোর হেলেয় হেলেয় মানুষ হবি কি আর দুনিয়ায়।।
***************৪*****************
কৃত্তিবাস গোঁসাই বলছে কত, তুই চলেছিস নিজের মত
কর্মগুনে হলি পতিত, যমের কোঠায়।
সোহাগ কান্দে বেলা শেষে, গুরু তরী লয়ে এসে
পার করে নেও তোমার দেশে, রেখ তোমার চরণ ধূলায়।।