ধন্য ধন্য বলি তারে
Dhanya Dhanya Boli Tare
ফকির লালন সাঁই
ধন্য ধন্য বলি তারে।
বেধেছে এমন ঘর শুন্যের উপর পোস্তা করে।।
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।।
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে।।