দোল দোল দোল
Dol Dol Dol
ছায়াছবি: প্রতিকার
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: চন্দ্রানী মুখার্জী,
অভিজিৎ ভট্টাচার্য্য,মোঃ আজিজ
দোল দোল দোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
ও হা ও হা ও হা ও হা
ফাগুয়াতে আয়রে সবাই খেলি হোলী আজ
রঙে রঙে ফুটুক মনে রসম হোলী আজ
ফাগুয়াতে আয়রে সবাই খেলি হোলী আজ
দোল দোল দোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল।
কুম-কুম ফাগে মনে রঙ লাগে
এত ভালো কোনোদিনও লাগেনি তো আগে।
তবে কি মনে আজ ভালবাসা জাগে ?
রঙে রঙে মন আমার আজ রাঙিয়ে তোল।
দোল দোল দোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
[আমার সাধ হয়েছে আজ যে আমি
তোদের সাথে খেলব রং
আমার বদলে যাবে চলার ঢং]-২
লাল আবিরে মনটা আমার রাঙিয়ে নিতে চাই
রঙে রঙে সবার মনে মিশে যেতে চাই
দে রং দে দে কেন তোরা করিস গণ্ডগোল?
দোল দোল দোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল হো খোলে মাতন তোল।
এত রঙে মাঝে আমার
রং যে মনে ধরেনা রে !
দু’চোখ রঙে ভরেনা রে,
আমায় রাঙাস না আর আবিরে !
নেই আর সেই আগের মত
রঙ খেলবার সুখ,
কোথায় বা সেই আপনজনের
আবির মাখা মুখ !
এত রঙের মাঝেও আমার
রঙ যে মনে ধরেনা রে !
দোল দোল দোল
দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল খোলে মাতন তোল
[দোল দোল দোল দোল দোল দোল
বাজা সবাই খোল হো খোলে মাতন তোল]-২