দোটানা পিরিতের জ্বালা
Dotana Piriter Jwala
মাতাল রাজ্জাক দেওয়ান
রইরে লুকাইয়া কত রই
দোটানা পিরিতের জ্বালা কেমন কইরা সই।।
সইলো সই…
আদর কইরা খাওইলাম তারে গামছা বাধা দই
ছেড়ে গেছে মনের মানুষ তারে পাবো কই।।
সইলো সই…
জৈষ্ঠ্য গেলো আষার এলো জল করে থই থই (নদীতে)
কারে লইয়া খেলবো আমি তা তাতই থই।।
সইলো সই…
আশা দিয়া বুকে লইয়া বন্ধু খাওয়াইল দই
আমারে কান্দায়া গাছে উঠাইয়া কাইড়া নিলো মই।।
সইলো সই…
আর কতকাল থাকবো বন্ধুর হাতের খেলনা হই
মাতালে কয় জ্বলছে আগুন ধান দিলে হয় খই।।