দেহের মধ্যে পাখি | দেহবাজী | Deher Modhye Pakhi | Dehobaji | আরফিন রুমি

শিরোনামঃ দেহবাজী
Deher Modhye Pakhi
দেহের মধ্যে পাখি
Dehobaji
শিল্পীঃ আরফিন রুমি
অ্যালবামঃ দেহবাজী
সুরকারঃ আরফিন রুমি
গীতিকারঃ জাহিদ আকবর
দেহের মধ্যে পাখি মাটির উপর পা…..
খোলা রেখে আখি কোথায় যাবি যা
জলে অতলে যেথায় খুশি নোঙ্গরটা ফেললাম,
দেহের মধ্যে ফুল ফুইটাছে ভ্রমর বসে না গো
দেহের মধ্যে পাখি মাটির উপর পা….
খোলা রেখে আখি কোথায় যাবি যা….।।
দেহের মধ্যে জ্বলে জ্বলে আগুন জ্বাল না…আ
মাটির দেহের মধ্যে খানে আচড় রাখনা
মনের আগুন নিভিয়ে বৃষ্টি ঝরা না…আ,
দেহের মধ্যে ফুল ফুইটাছে ভ্রমর বসে না গো
দেহের মধ্যে পাখি মাটির উপর পা
খোলা রেখে আখি কোথায় যাবি যা….।।
আখির মধ্যে হ্মনে হ্মনে নজর রাখনা
বুকের তালুক একে টানে লিখে দেনা,
মিশে রবো গোপনে ওরে দিওয়ানা
দেহের মধ্যে ফুল ফুইটাছে ভ্রমর বসে না গো,
দেহের মধ্যে পাখি মাটির উপর পা
খোলা রেখে আখি কোথায় যাবি যা….।।
দেহের মধ্যে পাখি | দেহবাজী | Deher Modhye Pakhi | Dehobaji | আরফিন রুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *