দেহই স্থান, দেহ শ্মশান | Dehoi Sthan, Deho Shmashan | KeyLyrics

দেহই স্থান, দেহ শ্মশান
Dehoi Sthan, Deho Shmashan
দেহই স্থান, দেহ শ্মশান,
দেহেই দাও পাড়ি;
ডুবে দেখ দেহসাগরে
তত্ত্ব লুকিয়ে ভারী।।
কিরূপ দিলেন সাঁই,
তীর্থে গিয়ে কাম নাই;
দেহেই বিরাজ দয়াময়
তীর্থ স্থানান্তরী।
ক্যানে তে পেলে জ্ঞান,
তাহা প্রকৃত সন্ধান;
দেহেই ভক্ত ভগবান,
দেহই লীলাধারী।
সাধন ভজন মনে মনে,
ভাব প্রকাশ আচরণে,
আদি অঙ্গের মহামিলনের
সাক্ষী নর-নারী।
ধড়ের এই কলে বলে,
সাঁই-এর লীলা চলে,
চোখ থেকেও আসলে;
দেবদাস আনাড়ি।।
দেহই স্থান, দেহ শ্মশান | Dehoi Sthan, Deho Shmashan | KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *