দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
Dekhechi Rup Sagore Moner Manush
কথা: বাউল কৃষ্ণ প্রসন্ন সেন
শিল্পী: পূর্ণদাস বাউল
দেখেছি রূপ সাগরে,
মনের মানুষ কাঁচা সোনা।।
তারে ধরি ধরি মনে করি,
ধরতে গিয়ে আর পেলামনা।।
দেখেছি রূপ সাগরে,
মনের মানুষ কাঁচা সোনা।।
যে মানুষ চেয়ে চেয়ে,
খুঁজিতেছি পাগল হয়ে।।
হৃদয়ে জ্বলছে আগুন,
আর নেভে না।।
এখন বলে বলুক মন্দ লোকে,
বিরহে প্রাণ আর বাঁচেনা।।
দেখেছি রূপ সাগরে,
মনের মানুষ কাঁচা সোনা।।
পথিক কয় ভেবো না রে,
ডুবে যাও রূপ সাগরে।।
বিরলে বসে করো রুপ সাধনা।।
আবার ধরতে গেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিওনা।।
দেখেছি রূপ সাগরে,
মনের মানুষ কাঁচা সোনা।।
তারে ধরি ধরি মনে করি,
ধরতে গিয়ে আর পেলামনা।।
দেখেছি রূপ সাগরে,
মনের মানুষ কাঁচা সোনা।।।