দুর্গাপূজায় গণতন্ত্র
Durga Pujay Gonotontra
কথা,সুর ও কণ্ঠ: অর্জুন বিশ্বাস
পূজোতে পুণ্য হয় কিনা আমি জানিনা
আমি অভাজন জানিনা দুর্গামায়ের পূজোর মন্ত্র
আমি জানি আছে দুর্গাপূজায় প্রকৃত গণতন্ত্র
দুর্গাপূজায় আছে সংসদীয় গণতন্ত্র
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় শারদীয় দুর্গোৎসব
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় সার্বজনীন দুর্গোৎসব।
(ॐ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
স্মরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে।
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমঃ।
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমঃ।
যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমঃ।)
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় শারদীয় দুর্গোৎসব
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় সার্বজনীন দুর্গোৎসব।
গণতন্ত্র মানেই হল সবার অংশগ্রহণ
দুর্গাপূজায়ও দেখতে পাই এমনই দর্শন।
তিনজন পুরুষ,তিনজন নারী
সমান সমান অতি;
শিব,কার্তিক,গনেশ,
দুর্গা,লক্ষ্মী,সরস্বতী।
সরস্বতী শিক্ষায়,লক্ষ্মী ধনদৌলতে
কার্তিক প্রতিরক্ষায়,
গনেশ ব্যবসা বাণিজ্যতে।
অসুরনাশিনী দুর্গা মানে সন্ত্রাস দমন,
ভারসাম্য রক্ষায় আছে শিবের নিয়ন্ত্রণ।
বাস্তব এই দর্শন বুঝতে লাগেনা মন্ত্র
[দুর্গাপূজায় আছে সংসদীয় গণতন্ত্র]-২
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় শারদীয় দুর্গোৎসব
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় সার্বজনীন দুর্গোৎসব।
ইঁদুর থেকে সিংহ,দূর্বা থেকে বটগাছ
প্যাঁচা,গরু,ময়ূর,ধান,পান,
নারিকেল,সুপারি,কলাগাছ,
মানকচু আনাজ।
পতিতালয়ের মাটি থেকে
ব্রাহ্মণবাড়ির মাটি;
জীবজন্তু ও পশুপাখি
উদ্ভিদ জড়পর্দাথেরও
প্রতিনিধিত্ব আছে খাঁটি।
পঞ্চরত্ন,পঞ্চ-গব্য,পঞ্চখাদ্য শস্য আর
হরীতকী,বয়ড়া এমনি পঞ্চ
ঔষধি ফল সমাহার;
মাটি,জল,আগুন,বাতাস,আকাশ
পঞ্চ ভুতায়োজন-
আছে সবকিছুরই প্রতিনিধিত্ব
সমান অংশগ্রহণ।
আছে সব মানুষের জন্যই
মঙ্গলকামনা মন্ত্রে
(ॐ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
স্মরন্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।)
আছে সব মানুষের জন্যই
মঙ্গলকামনা মন্ত্রে;
বিনয়,ভক্তি,সুর,মূর্ছনা
নিত্য বাদ্যযন্ত্রে।
শুদ্ধ বুদ্ধ দেহমনে
সৌহার্দ্যের বন্ধন;
তাই সার্বজনীন দুর্গোৎসবে
সবার আমন্ত্রণ।
এই দর্শন অনুসরণ করতে লাগেনা মন্ত্র
[দুর্গাপূজায় আছে সংসদীয় গণতন্ত্র]-২
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় শারদীয় দুর্গোৎসব
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় সার্বজনীন দুর্গোৎসব।
পূজোতে পুণ্য হয় কিনা আমি জানিনা
আমি অভাজন জানিনা দুর্গামায়ের পূজোর মন্ত্র
আমি জানি আছে দুর্গাপূজায় প্রকৃত গণতন্ত্র
দুর্গাপূজায় আছে সংসদীয় গণতন্ত্র
[জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় শারদীয় দুর্গোৎসব
জয় মা দুর্গা,জয় মা দুর্গা
জয় জয় সার্বজনীন দুর্গোৎসব]-২