দুই খুটিতে একচালা ঘর
Dui Khutite Ekcala Ghor
দুই খুটিতে একচালা ঘর
দুই খুটিতে একচালা ঘর
দুইজনা দুইজনেরই পর
তবুও আমরা আপনের আপন
আমরা মনের কথা কইতে না’রি
একদন্ড না সইতে পারি
না পাইলে দর্শন
সখী গো… সখী…
দুই পরাণে একি তো ঢেউ
বুঝেও তো বুঝিনা কেউ
দুই পরাণে একই তো ঢেউ
বুঝেও তো বুঝিনা কেউ
অবুধ প্রেমের একি জ্বালাতন
তারে জনম জনম হাজার জনম
যতক্ষণ থাকবে এই দম
করবো অন্বেষণ
হায়রে, তবু আমরা আপনের আপন।
ভেঙে যায় যায়রে এ বুক
দুখো নাকি পিরিতের সুখ..
ও.. ভেঙে যায় যায়রে এ বুক
দুখো নাকি পিরিতের সুখ
কাঁদে কাদুক নিলাজ দুই নয়ন
হায়রে, জপে জপে ইষ্টেরও নাম
খুজে পাবে রাধিকা শ্যাম
প্রেমের বৃন্দাবন
ওরে, তবু আমরা আপনের আপন।
দুই খুটিতে একচালা ঘর
দুইজনা দুইজনেরই পর
তবুও আমরা আপনের আপন
আমরা মনের কথা কইতে না’রি
একদন্ড না সইতে পারি
না পাইলে দর্শন ।