দুঃখ বলি | Dukkho Boli | Kazi Shuvo | Parvase | Moon

দুঃখ বলি | Dukkho Boli
Kazi Shuvo | Parvase | Moon
শিরোনামঃ দুঃখ বলি
শিল্পীঃ কাজী শুভ
গীতিকারঃ হুমায়ূন কবির
মনের সাথে মন মিলাইয়া ব্যাথা পাইছি এই মনে
দুঃখ বলি কার সনে, আমি দুঃখ বলি কার সনে ।।
প্রেম হইলো যে সর্বনাশা লোকে বলে কূলনাশা গো,
জীবনটারে ধরলাম বাজি প্রেম নামের জুয়ার দানে,
দুঃখ বলি কার সনে, আমি দুঃখ বলি কার সনে ।।
ছিল যত মনের আশা অকূলে বান্ধিল বাসা গো,
প্রাণবন্ধু রইল ভুলে আমার কথা নাই মনে
দুঃখ বলি কার সনে, আমি দুঃখ বলি কার সনে ।।
আপন জেনে মন দিলাম প্রতিদানে দুঃখ পাইলাম গো,
কইরনা কেউ এমন পিরিত কয় হুমায়ূন জীবনে,
দুঃখ বলি কার সনে, আমি দুঃখ বলি কার সনে ।
মনের সাথে মন মিলাইয়া ব্যাথা পাইছি এই মনে
দুঃখ বলি কার সনে, আমি দুঃখ বলি কার সনে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *