দুঃখ এখন বন্ধু আমার
Dukkho Ekhon Bondhu Amar
কথা: শফিক তুহিন
সুর: মনোয়ার হোসেন টুটুল
শিল্পী: কুমার শানু
দুঃখ এখন বন্ধু আমার
মনের প্রিয় সে ঠিকানা
স্মৃতি নামের পরশপাথর
চোখেরই জলে শুধু কেনা
[সজনী চিরদিনই তোমারি কাছে
আমি হলাম ঋণী]-২
দুঃখ এখন বন্ধু আমার
মনের প্রিয় সে ঠিকানা।
[গাছের পাতা যায় যে ঝরে
চৈত্র মাসে,
কষ্ট আমার যায়না তবু
সময়তো যায় যে আসে (ও ও)]-২
সজনী চিরদিনই তোমারি কাছে
আমি হলাম ঋণী
দুঃখ এখন বন্ধু আমার
মনের প্রিয় সে ঠিকানা।
[তোমাকে নিয়ে স্বপ্ন দেখে
করেছি কি ভুল?
হৃদয়টাকে ভেবেছ তুমি
শুধু যে খেলার পুতুল (ও ও)]-২
সজনী চিরদিনই তোমারই কাছে
আমি হলাম ঋণী
দুঃখ এখন বন্ধু আমার
মনের প্রিয় সে ঠিকানা
স্মৃতি নামের পরশপাথর
চোখেরই জলে শুধু কেনা
[সজনী চিরদিনই তোমারই কাছে
আমি হলাম ঋণী]-২
দুঃখ এখন বন্ধু আমার
মনের প্রিয় সে ঠিকানা।