দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুয়ে | Dirghoshas Tomar Rukkho Deyal Chuye | নিঃসঙ্গ | Nissongo

দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুয়ে
Dirghoshas Tomar Rukkho Deyal Chuye
শিরোনামঃ নিঃসঙ্গ
Nissongo
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ ইচ্ছের ঘূড়ি
সুরকারঃ তুষার
গীতিকারঃ তুষার
দীর্ঘশ্বাস তোমার রুহ্ম দেয়াল ছুয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়,
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে,
নিঃসঙ্গ একা তুমি ক্লান্ত জীর্ণ তুমি
অন্ধ দেয়াল জুড়ে দুঃস্বপ্ন আছড়ে পড়ে।।
পারবে কি ভেঙে দিতে এই দেয়াল
পারবে কি ছেড়ে যেতে এই বাধন,
ধুলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার।।
আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে
প্রতিধ্বনি করে চুপিসারে,
স্বপ্নগুলো কেন জড়িয়ে যায় এ মায়াজালে
দুঃসহ যন্ত্রনাতে অশান্ত ঝড়ে,
নিঃসঙ্গ একা তুমি ক্লান্ত জীর্ণ তুমি
অন্ধ দেয়াল জুড়ে দুঃস্বপ্ন আছড়ে পড়ে।।
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুয়ে | Dirghoshas Tomar Rukkho Deyal Chuye | নিঃসঙ্গ | Nissongo

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *