দীপ ছিল শিখা ছিল | Dip Chilo Shikha Chilo | Lyrics

দীপ ছিল শিখা ছিল
Dip Chilo Shikha Chilo
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
শিল্পী: মান্না দে
দীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।
দীপ ছিল শিখা ছিল।
ঝর্নাকে মনে হয় নদী।।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।
দীপ ছিল শিখা ছিল।
বুক ভরা আশা নিয়ে,
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার।
যে মালার ফুল গেছে ঝরে।।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।
দীপ ছিল শিখা ছিল।
শুধু তুমিই ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না।
দীপ ছিল শিখা ছিল।
……………………………….
Deep chilo shikha chilo
shudhu tumi chile na bole
alo jollona
bhasha chilo kotha chilo
kache daaklena bole mon
kotha bollona।।
Jhorna ka mone hoy nodi
shagore daake kobhu jodi
taai jete jete thamlo se
boye chollona
kache daaklena bole mon
kotha bollona।।
Buk bhora asha niye,
mon amaar
shudhu shudhu kache elo
parlona dite kichu upohaar
je malar ful geche jhore
rekhechi se ful buk e kore
tai ei ful roye gelo
keu tullona
kache daaklena bole mon
kotha bollona।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *