দিন ফুরাইলো হরি হরি বল
Din Furailo Hori Hori Bolo
লালন ফকির
দিন ফুরাইলো হরি হরি বল
মানব জনম তোর গেল ফুরাইয়া রে।।
কি কাজ করিতে আইলি
এ ভবসংসারের মাঝে
মন … মন রে
টাকাপয়সা সোনাদানা
মরলে তো ভাই সঙ্গে যায় না
যাবার বেলা ছেঁড়া তেনা
ভেবে দেখো মন … মন রে।।
যারে বলো আপন আপন
আপন তো তোর কেহ নাই
মন … মন রে
স্ত্রী পুত্র দ্বারা সুত
চোখ বুজিলে কেহ নাইতো
সব ছেড়ে তোর যেতে হবে
মন … মন রে।।
লালন বলে ভোলা মন
হয়ে রইলি অচেতন
মন … মন রে
দিন থাকিতে ধইরো পাড়ি
গুরুকে করে কান্ডারী
গুরু বিনে বন্ধু কেহ নাই .. নাই রে।।